প্রিয়জনকে হাসাতে চাইছেন? হাসতে হাসতে কাঁন্না করার জন্য Funny Post প্রয়োজন। মন ভালো রাখতে Funny Status এর তুলনা নেই। বাংলা ফানি পোস্ট পাচ্ছেন না? ফেসবুকের জন্য Bangla Caption খুজছেন? আর খুঁজতে হবেনা। এখানে আপনারা পেয়ে যাবেন মন ভালো করা মজার Funny Post Bangla. শব্দের রস আস্বাদন করতে পড়ে ফেলুন সবগুলো পোস্ট।
নতুন নতুন স্ট্যাটাস আপলোড দিতে এখানে পেয়ে যাবেন Funny Caption In Bangla. সবার মন ভালো রাখতে Funny Status ই যথেষ্ট। এখানে আরও পেয়ে যাবেন নতুন নতুন Funny Quotes In Bengali, Bengali Funny Shayeri, Whatsapp Bengali Funny Jokes.
Funny Post Bangla
ছোটবেলায় ভাবতাম বড় হইয়া ক্যাটরিনা রে বিয়া করমু কিন্তু বড় হইয়া কপালে জুটলো জড়িনা।
Copy
প্রেমের মরা নাকি জলে ডুবেনা। এজন্য প্রেমে ব্যর্থ হইয়া কেউ পানিতে ঝাপ দিয়া মরে না।
Copy
আম্মু : ভেড়ার মতো বাথরুমে চিল্লাইতেছোস কে?
আমি: Don’t underestimate the power of a bathroom singer.
Copy
সুন্দর সুন্দর পোজ নিয়ে ছবি তুলতে পারি না বলে এক ডিপি দিয়াই এক বছর পারি দিতে হয়।
Copy
নাগিন আর গফ এর মধ্য কোন তফাৎ নাই, কথায় কথায় দুইটা ফস ফস করে।
Copy
আম্মু বলছে আমি মোটা, আমাকে কেউ বিয়ে করবেনা। এজন্য আমি নিশ্চিন্তে খাই আর ঘুমাই। বাপের বাড়ি ছাড়তে হবে না।
Copy
প্রেমের প্রথম দিকে গফের কন্ঠ কোকিলের মতো লাগে কিন্তু কিছুদিন গেলেই মনে হয় কাক কা কা করতেছে।
Copy
বাপের বাড়ি না ছাড়ার অভিনব কৌশল -মোটা হওয়া। কারণ মোটার জন্য বিয়ে হবেনা।
Copy
ম্যাম বল্টু, ক্লাসে no talking
বল্টু: ম্যাম, আমি আর talk talk করবনা। শুধু একটা কথা বলি?
Copy
বড় আপুদের দেখে ক্রাশ খেয়ে ছেকা খাওয়া ভাব নেওয়াটাও একটা আর্ট।
Copy
Funny Caption Bangla
মি: আম্মু, বাসর রাতে বিলাই মাড়া কি? আম্মু: বিলাই, দুধ খেতে আসলে বিলাইরে জুতা মারা।
Copy
বউ: সারাদিন কাম কইরা মরি, তুমি কি আমার কষ্ট দেখোনা?
জামাই: কি করে দেখবো বউ? তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারিনা।
Copy
বফ: তুমি একদিকে, আর পুরো দুনিয়া একদিকে।
গফ: আমি আগেই বুঝছিলাম, তুই আমারে দুনিয়া থেকে সরাই দিবার চাস।
Copy
ছোট মুখে বড় কথা না মানালে বড় মুখে ছোট কথা মানায় কিভাবে?
Copy
তুই হইলি ঘরের বউ। তুই চাইবি টাকা-পয়সা, গয়না, গাড়ি-বাড়ি। তা না চাইয়া তুই ফেসবুকের পাসওয়ার্ড চাস কেন?
Copy
ছেলেদের জাতীয় পোশাক হিসেবে লুঙ্গিকে স্বীকৃতি দেওয়া উচিত।
Copy
আমার জীবনে চা হচ্ছে গফ এর মতো। গফরে বুঝাইলেও যেমন কিছু বুঝেনা, তেমন চা যতোই খাই আমার ঘুম আটকায় না।
Copy
প্রতিবেশি: তোমারে তো ভালো ভাবছিলাম, তুমি যে এমন করবা ভাবিনাই
আমি: জ্বি আন্টি, আমি আসলেই ভালো। এজন্যই তো আপনার কথা শুনতেছি।
Copy
ভালোবাসা যেমন বয়স মানে না, তেমন ক্রাশও আন্টি-আপু মানে না।
Copy
কেউ আমাকে একবার আঘাত করলে আমি তাকে ছাড়িনা। এজন্য মশাকে বন্দী করে ভিতরে কয়েলের ধুয়া দিয়ে তিলে তিলে মেরে ফেলি।
Copy
Funny Status
আমি আবার উদার মনের মানুষ। তাই এক মনে ৫-৬ টা সুন্দরীর আশ্রয়।
Copy
বউ : এতো বছর সংসার কইরা কি পাইলাম জীবনে?
জামাই: বাচ্চাগুলা তাইলে কার?
Copy
বউ: তোমার লাইফ এর সব ডিশিসন ভুল।
জামাই: এজন্যইতো আমার বউ হতে পারছো।
Copy
নিজের জামাইয়ের চেয়ে অন্যের জামাইরা স্মার্ট আর বুদ্ধিবান হয়।
Copy
যে যাই বলুক ভাই, আমার কালা পোলা চাই। খাটা পোলার ভাত নাই, আমার লম্বা পোলাই চাই।
Copy
প্রেমিকার মুখে কসটিপ লাগিয়ে প্রশ্ন করলাম ‘বিয়া করবা আমায়?’ কারণ নীরবতা সম্মতির লক্ষণ।
Copy
বেদনার রং নীল কারণ আমার এক্স এর নাম নীল ছিল।
Copy
মোটা হওয়াটাও একটা টেলেন্ট কারন মোটা হতে প্রচুর ঘুম আর খাওয়া প্রয়োজন, যা সবার দ্বারা সম্ভব না।
Copy
পীপিলিকার পাখা গজায় মরিবার তরে গফ ফেবুর পাসওয়ার্ড চায় ব্রেক আপ এর তরে।
Copy
স্বপ্নে ইচ্ছামত বোনরে মারতেছিলাম কিন্তু ব্যাথা আমিই পাইতেছিলাম। ঘুম থেকে ওঠে দেখি নিজের পা নিজেই ওয়ালের সাথে বারি দিছিলাম।
Copy
Funny Fb Chat Bangla
এক লোক স্বপ্নে দেখলো বাসায় আগুন ধরছে। এজন্য সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চালে পানি দিলো।
Copy
প্রেমিকার চোখে যদি পুরো দুনিয়া দেখা যায়, তাহলে টাকা খরচ করে ট্যুর দেওয়ার দরকার কি?
Copy
সময় কারো জন্যে থেমে থাকেনা। উক্তিটি ভুল। কারণ আমার ঘড়ি পানিতে পইরা সময় থেমে গেছে।
Copy
ছেলেদের কাছে সবচেয়ে সুন্দরী হচ্ছে পাশের বাসার ভাবী।
Copy
আমি এতোটাই দাওয়াত পাগল যে দাওয়াত না পাইয়া নিজেই ১০-১২ টা বিয়া করবার চাই।
Copy
সুযোগের ব্যবহার করা শিখছি। তাই গফের গালে মশা দেইখা ঠাসসসস করে থাপ্পড় লাগাইছি।
Copy
জীবনটা যদি স্টার জলসার জবার মতো হতো! তাইলে আজকে আমিও জীবন যুদ্ধে আগাই যাইতাম।
Copy
টাকা-পয়সা, বাড়ি গাড়ি একদিকে। আর মেয়েদের কসমেটিকস কেনার ঝোক আরেক দিকে।
Copy
বফ- বাবু, শুনছো? গফ- হে আব্বা, শুনছি।
Copy
দুনিয়ার আনাচে কানাচে, পথে-ঘাটে, অলিতে- গলিতে ছেলেদের মামার অভাব নাই। কবে জানি এরা শশুড়কেও মামা ডাকে।
Copy
Gf: এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?
Bf: আমার ৪০০০ টাকার জুতাটা ছিড়া যাবো।
Gf: ধুর বেডা, আনরোমান্টিক!
Copy
Funny Quotes In Bengali
আমি সাপ নিয়া খেলতে ভালোবাসি। তাই আমি ৫-৬ টা গার্লফ্রেন্ড পালি।
Copy
আম্মু : ঘড়টাও ঝাড়ু দিতে পারোসনা? ইংলিশে অনার্স কইরা কি শিখছোস?
আমি: অনার্সে ঘড় ঝাড়ু দেওয়া শিখায়না তো…
Copy
বাবু- কে আসছে? মা- কাকা আসছে। বাবু- আমি কাকা খামু। আমারে কাকা আইনা দে।
Copy
তোমার ভাত-কাপড়ের দিয়িত্ব নিছিলাম শুধু। এখন লিপস্টিক, কাজল কিনা দেওয়ার কথা আসে কই থেকে?
Copy
চাইলাম ভালোবাসা, সে আমারে দিলো ভালো-বাসা এখন আমি সেই বাসার কামের বেডি।
Copy
ফোনে শুধু একটা লাইনই বলছিলাম -‘ চলো না ঘুরে আসি অজানাতে….’ ১ ঘন্টা পর দেখি বফ আমার বাসার নীচে!
Copy
আমি আবার বেশি খাইতে পারিনা। এইতো সন্ধায় এক থালা ভাত, তারপর চা। আবার রাত ১০ টায় এক থালা ভাত। আবার রাত দুইটায় এক থালা ভাত। এক থালা ভাত ছাড়া বেশি কিছু খাইনা।
Copy
এইবার ঈদে কোন সালামি পাইনাই তাই নিজেই নিজেকে সালাম করে ৫ টাকা সালামি দিছি।
Copy
Best Sad Status Captions In Bangla 2023
- বাঙ্গালীদের সবচেয়ে প্রিয় জিনিস হলো ঝগড়া দেখা।
- কাউরে Hotspot এর পাসওয়ার্ড ই দেই না মন তো দূরের কথা।
- সবাই ভাবে আমি মিঙ্গেল আসলে আমি চিরকুমার সংস্থার সভাপতি।
- হাজারটা সমস্যার একটাই সমাধান বালিশ নিন ঘুমিয়ে পড়ুন।
- পড়াশোনা করলেই যদি মুখ উজ্জ্বল হত তাহলে ফেইসওয়াশ কোম্পানিগুলো ভিখারি হয়ে যেতো।
সেইরাম মজার funny status bangla
সেরা সুখের মধ্যে অন্যতম হলো এক্স এর স্যাড পোস্টে হাহা রিয়েক্ট দেওয়া।
Copy
বউ হচ্ছে কলিজা ফুসফুস হচ্ছে শালী মাননীয় স্পিকার আমার দুইটাই খালি।
Copy
স্যার: শীতকাল কাকে বলে
আমি: ঠাণ্ডার ভয়ে হিসু চেপে রেখে কম্বলের তলে শুয়ে থাকার নামই শীতকাল।Copy
Dear শীত সাহস থাকলে গ্রীষ্মকালে এসো দাওয়াত রইলো।
Copy
আমি অলস নই সমস্যা হল কেউ আমার অনুপ্রেরণা চুরি করে নিয়েছে।
Copy
চাইলেও কোনো দিন ভালো হতে পারব না কারণ আমি তো কখনো খারাপই ছিলাম না।
Copy
আমি অনেক ভদ্র ও শান্তশিষ্ট মানুষ শুধুমাত্র সৎ সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছিনা।
Copy
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে ভালো হয়ে যাবো তারপরেই মনে পড়ে যায় আমি আবার খারাপ ছিলাম কবে?
Copy
প্রেমে পড়া বারণ মা জানলে জুতো দিয়ে পিটাবে এটাই তার কারণ।
Copy
মাননীয় স্পিকার এই দেশের বয়ফ্রেন্ডরা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তাদের গার্লফ্রেন্ডের বাচ্চা হাটা শিখে যায়।
Copy
কপাল ভালো যে মশা ঠোটে লিপস্টিক লাগায় না তা না হলে আমি সমাজে মুখ দেখাইতে পারতাম না।
Copy
নতুন ইংরেজি শিখলাম You are my good house (তুমি আমার ভালোবাসা)
Copy
সবাই স্বপ্ন পূরণ করতে বলে কিন্তু আমার তো ঘুমই পূরণ হয় না স্বপ্ন পূরণ হবে কিভাবে?
Copy
যে হারে মেয়েরা ভদ্র ছেলে খুঁজতেছে ভয় লাগে কোন দিন না যেন আমি কিডন্যাপ হয়ে যাই।
Copy
প্রেমে পড়ার আগে: আমি জীবনেও প্রেম করবো না,
প্রেমে পড়ার পর: আমিও ওকে ছাড়া বাঁচবো না।
ছ্যাকা খাওয়ার পর: Single life is bestCopy