আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো Nursing Admission 2023. আজকে আমরা নার্সিং এডমিশন এর সকল বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো যাতে করে আপনার সকল কনফিউশন দূর হয়ে যায় এবং সঠিকভাবে নার্সিং এডমিশন এর প্রিপারেশন নিতে পারেন।
বাংলাদেশে নার্সিং এডমিশন এর জন্য মূলত তিনটি অপশন রয়েছে।
- ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং – BSC in nursing
- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – Diploma
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – Midwifery
ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং – BSC in nursing এ ভর্তি আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতে হবে।
এবং বাণিজ্য ও মানবিকের স্টুডেন্টরা ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – Diploma ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – Midwifery তে ভর্তি আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা – What is the qualification for nursing admission?
ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যে যোগ্যতা প্রয়োজন হবে:
ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং – BSC in nursing
- বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৭.০০ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি তে পৃথক ভাবে ন্যূনতম জিপিএ (GPA) ৩.০০ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি তে পৃথক ভাবে জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ (GPA) ৩.০০ থাকতে হবে।
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – Diploma
- যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি তে পৃথক ভাবে ন্যূনতম জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – Midwifery
- যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি তে পৃথক ভাবে ন্যূনতম জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
- শুধু নারী প্রার্থীরা ভর্তি আবেদন করতে পারবে।
আরও পড়ুন: Required Documents for College Admission XI Class 2023-2024
আসন সংখ্যা – How many seats are there in nursing in Bangladesh?
সারাদেশের ১০০ টি প্রতিষ্ঠানে ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর জন্য সর্বমোট ৪৯৮০ টি আসন রয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আসন সংখ্যা বাড়ানো হতে পারে।
ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং – BSC in nursing আসন আসন সংখ্যা: ১২০০ টি।
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – Diploma আসন সংখ্যা: ২৭৩০ টি।
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – Midwifery আসন সংখ্যা: ১০৫০ টি।
BNMC ভর্তি পরীক্ষার মানবন্টন
- ১৫০ নম্বরের উপর ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
- ১০০ নম্বরের MCQ পরীক্ষা গ্রহণ করা হবে।
- ৫০ নম্বর জিপিএ (GPA) এর জন্য বরাদ্দ থাকবে।
- ভর্তি পরীক্ষায় ৪০ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।
ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং | ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি |
---|---|
|
|
জিপিএ (GPA) এর জন্য বরাদ্দকৃত ৫০ নম্বর বন্টন
এসএসসি ও এইচএসসি পরীক্ষা জিপিএ এর উপর বরাদ্দকৃত 50 নম্বর যেভাবে বন্টন করা হবে।
এসএসসি / সমমানের জিপিএ (GPA) এর ৪ গুণ
এইচএসসি / সমমানের জিপিএ (GPA) এর ৬ গুণ
How To Apply BNMC Nursing Admission Online
অনলাইনে ভর্তি আবেদনের জন্য যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে
- এক কপি ছবি (soft copy) ছবিটি 300×300 pixel এর হতে হবে। ছবির ফরম্যাট হবে jpg এবং ছবির সাইজ কোনো ভাবেই 100 kb এর বেশি হওয়া যাবে না।
- Signature এর (soft copy) যা 300×80 pixel এর হতে হবে। Signature এর সাইজ 60 kb এর বেশি হওয়া যাবে না।
- ভর্তি আবেদন ফি : (ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং – BSC in nursing ৭০০ টাকা) (ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – Diploma / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – Midwifery ৫০০ টাকা)
আরও পড়ুন: HSC পরীক্ষার ফলাফল মার্কশিটসহ – HSC 2023 রেজাল্ট কবে দিবে ?
BNMC Nursing Admission Online Application Process
অনলাইনে ভর্তি আবেদন করার জন্য BNMC ও Teletalk এর যৌথভাবে তৈরি অফিসিয়াল ওয়েবসাইট www.bnmc.teletalk.com.bd যেভাবে ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা ধাপ অনুসারে বর্ণনা করা হলো :
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.bnmc.teletalk.com.bd তে প্রবেশ করতে হবে।
- তারপর আপনাকে নতুন একটি Page এ নিয়ে যাওয়া হবে, যেখানে educational information গুলো fill up করতে হবে যেমন : SSC ও HSC এর Board, Roll Number, Registration Number, Passing Year. এবং যেই কোর্সে ভর্তি আবেদন করতে চান সেই কোর্সটি সিলেক্ট করতে হবে।
- সবকিছু ঠিক থাকলে Next এ ক্লিক করবেন।
- তারপর আপনাকে নতুন একটি Page এ নিয়ে যাওয়া হবে, যেখানে Question Language (Bengali/English) সিলেক্ট করতে হবে।
- তারপর মুক্তিযোদ্ধা কোঠায় Yes অথবা No তে টিক দিতে হবে।
- তারপর Present Address এর তথ্য ফিলাপ করতে হবে।
- তারপর Contract Mobile: এর তথ্য ফিলাপ করতে হবে।
- তারপর Permanent Address এর তথ্য ফিলাপ করতে হবে।
- তারপর Choice Option থেকে পছন্দ অনুযায়ী কলেজ Add করে নিতে হবে।
- তারপর Exam Center এ ক্লিক করে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে।
- তারপর Upload Photo & Signature অপশনে Choose file ক্লিক করে Photo & Signature আপলোড করতে হবে।
- তারপর Type Validation Code : এর সামনে লেখা Code টি ”Enter the code” বক্সে লিখতে হবে।
- সবকিছু ঠিক থাকলে I’m agree তে টিক দিয়ে Submit এ ক্লিক করবেন।
- তারপর আপনাকে নতুন একটি Page এ নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে User id দেওয়া হবে। User id নোট করে রাখবেন কেননা পেমেন্ট করার সময় এগুলোর প্রয়োজন হবে।
- Congratulation! আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অবশ্যই আপনার আবেদন পত্রটি ডাউনলোড করে রাখবেন যা পরবর্তীতে দরকার হবে।
BNMC Nursing Admission Fee Payment Process
Nursing Admission Fee Payment করার জন্য একটি টেলিটক সিমের প্রয়োজন হবে (বিকাশ, নদগ, রকেট) দিয়ে পেমেন্ট করা যাবে না।
- প্রথমে Admission Fee এর সমপরিমাণ টাকা টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে।
- তারপর মেসেজ অপশনে গিয়ে BNMC লিখে স্পেস দিয়ে User ID লিখতে হবে এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- তারপর একটি ফিরতি মেসেজ আসবে যেখানে Pin number দেওয়া থাকবে।
- পরবর্তীতে আবার মেসেজ অপশনে গিয়ে BNMC লিখে স্পেস দিয়ে Yes লিখে স্পেস দিয়ে Pin নাম্বারটি লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি মেসেজে আপনাকে User ID এবং Password দেওয়া হবে যা সংগ্রহ করে রাকতে হবে। পরবর্তীতে Admit Card ডাউনলোড ও Result দেখার জন্য User ID এবং Password এর প্রয়োজন হবে।
সাধারণ জিজ্ঞাসা
হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং – BSC in nursing এর জন্য আবেদন করতে পারবেন না। তবে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – Diploma ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – Midwifery এর জন্য ভর্তি আবেদন করতে পারবেন।
যেকোনো একটি নার্সিং কোর্সের জন্য ভর্তি আবেদন করতে পারবেন। একই সাথে একাধিক নার্সিং কোর্সে ভর্তি আবেদন করা সম্ভব নয়।
১৫০ নম্বরের উপর ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।