PSPS Scholarship টি Yeungnam University এর অধীনে চালু রয়েছে। এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সময়ে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই স্কলারশিপটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
PSPS Scholarship কাদের জন্য প্রযোজ্য ? এই Scholarship টি হলো মাস্টার্স প্রোগ্রাম। তাই যারা অনার্সের শেষ সেমিস্টারে রয়েছেন, অনার্স শেষ করেছেন অথবা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন। তারা সবাই এই মাস্টার্স প্রোগ্রাম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু এই স্কলারশিপটি একটি মাস্টার্স প্রোগ্রাম, তাই এই স্কলারশিপে অনার্সের জন্য কোন সুযোগ নেই। এমনকি Phd এর জন্য ও কোন সুযোগ নেই , এই স্কলারশিপের অধীনে মাস্টার্স কোর্সের জন্য আবেদন করতে হবে।
Masters courses covered by PSPS Scholarship
Department | Major | Degree offered |
---|---|---|
Saemaul and International Development (SID) | Saemaul and International Development |
|
Public Policy and Leadership (PPL) | Public Policy and Leadership |
|
Sustainable Development (SD) | Forest and Environmental Policy |
|
শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী যেকোনো বিভাগ থেকে শুধুমাত্র একটি ডিগ্রী এর জন্য আবেদন করতে পারবে।
Benefits of PSPS Scholarship
Scholarship | সুযোগ-সুবিধা |
---|---|
PSPS Scholarship |
|
Disadvantages of PSPS Scholarship
প্রতিটি স্কলারশিপে সুযোগ সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা ও থাকে PSPS Scholarship ও এর ব্যতিক্রম নয়। PSPS Scholarship এর অসুবিধা গুলো তুলে ধরা হলো যাতে সুযোগ-সুবিধার সাথে অসুবিধা গুলোর তুলনা করে দেখতে পারেন এবং সহজেই সিদ্ধান্ত নিতে পারেন এই স্কলারশিপটি আপনার জন্য উপযুক্ত কিনা।
Scholarship | অসুবিধা |
---|---|
PSPS Scholarship |
|
এই ছিলো PSPS Scholarship এর অসুবিধা গুলো। আশা করি এখন সুযোগ-সুবিধা ও অসুবিধা গুলোর মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নিতে সহজ হবে।
আরও পড়ুন: BNMC Nursing Admission Details | নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩
Required Documents for PSPS Scholarship
- অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটির মাধ্যমে স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে।
- সার্টিফিকেট এবং নম্বরপত্র (অবশ্যই সার্টিফাইড হতে হবে)।
- Transcript এটি অবশ্যই ইংলিশে হতে হবে।
- Recommendation Latter এটি অবশ্যই ইংলিশে হতে হবে, Recommendation Latter টি কোন প্রফেসরের লেখা হতে হবে signature সহ।
- English proficiency certificate IELTS/MOI/TOEFL/TOEIC ইত্যাদি।
- Passport (এটি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না)
এই ছিল বেসিক ডকুমেন্টস যেগুলো প্রদান করা বাধ্যতামূলক তবে অতিরিক্ত কিছু ডকুমেন্টস যদি আপনি প্রদান করতে পারেন তাহলে অন্য শিক্ষার্থীদের তুলনায় স্কলারশিপ পাওয়ার জন্য আপনি এগিয়ে থাকবেন। যেমন: Research Proposal, Work Experience, Achievements ইত্যাদি ডকুমেন্টস গুলো প্রদান করলে আপনার অ্যাপ্লিকেশনের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে।
Scholarship Apply Process
মোট দুইটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
- Online Application.
- Email Submission
Online Application Process
প্রথমে এই https://psps.yu.ac.kr/psps/admissions/schedule.do লিংকে ক্লিক করে Yeungnam University এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর Apply Here (International Students) এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে নতুন একটি Window ওপেন হবে যেখানে আপনার Email Address এবং Password দিয়ে Member Login অপশনে ক্লিক করতে হবে। (এখানে রেজিস্ট্রেশন করতে হয় না তাই আপনার ব্যবহৃত ইমেইল এবং যে কোন পাসওয়ার্ড দিয়ে মেম্বার লগইন অপশনে ক্লিক করলে লগইন হয়ে যাবে তবে এমন পাসওয়ার্ড দিবেন যেটি আপনার মনে থাকবে কেননা পরবর্তীতে প্রয়োজন হতে পারে।) তারপর নতুন একটি Window ওপেন হবে Personal Information Collection and Usage Agreement নাম এর এখানে নিজের মত করে তথ্য প্রদান করে Apply Here! এ ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে Online Application Form টি ওপেন হবে। এখানে মোট সাতটি ধাপে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে।
- Application for Admission to PSPS
- Personal Statement
- Statement of Academic Purpose
- Official Agreement for Academic Record Verification
- Payment
- Confirm the result
প্রতিটি ধাপের তথ্য প্রদান সম্পূর্ণ হলে Save অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
আরও পড়ুন: Required Documents for College Admission XI Class 2023-2024
Email Submission Process
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এই [email protected] ইমেইল এড্রেসটিতে email করে পাঠাতে হবে।PSPS Scholarship Deadline
Schedule | Deadline |
---|---|
Online Application & Payment of Application Fee | 20 September থেকে 13 October 2023 |
Submission of Required Documents By Email | 20 September থেকে 18 October 2023 |
Screening of Documents &Zoom Interview | November থেকে December 2023 |
Announcement of Admission & Scholarship Decision | Early January 2024 |
Visa Processing | January to February 2024 |
Arrival in Korea & Orientation | Last Week of February 2024 |