Youth Camp Maldives বিনামূল্যে লাখ টাকার শিক্ষা সফর 2023

Youth Camp Maldives হলো বিনামূল্যে মালদ্বীপে লাখ টাকার শিক্ষা সফর। এটি একটি Fully Funded Trip তাই আপনার সকল খরচ কোম্পানি বহন করবে। এই আর্টিকেলে Youth Camp Maldives নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন কি কি সুযোগ সুবিধা রয়েছে, কারা আবেদন করতে পারবে, আবেদনের সময়সীমা ও ক্যাম্পের সময়সূচী।

Youth Camp Maldives

Edu Tourism ইংল্যান্ডের একটি Tourism কোম্পানি মূলত তারাই এই ইভেন্টের আয়োজন করেছে। এই Camp টি আয়োজনের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিভিন্ন বৈশ্বিক সমস্যায় করণীয় বিষয় নিয়ে আলোচনা, শিক্ষাগত পর্যটন, সাংস্কৃতিক বৈচিত্র বিনিময়, টিম বিল্ডিং, পাবলিক পলিসি, নেতৃত্বের দক্ষতা গড়ে তোলা ইত্যাদি।

Youth Camp Maldives এর সুযোগ-সুবিধা

এখানে দুই ধরনের ক্যাটাগরি রয়েছে

  1. Fully Funded
  2. Partially Funded

প্রথমে আমরা Fully Funded ক্যাটাগরিতে যে সকল সুযোগ-সুবিধা রয়েছে তা নিয়ে আলোচনা করবো।

Youth Camp Maldives সুযোগ-সুবিধা
Fully Funded
  • আপনার Airfare এর খরচ দেওয়া হবে।
  • আপনার থাকার জন্য জায়গা দেওয়া হবে।
  • আপনার খাবারের খরচ বহন করা হবে।
  • মার্চেন্ডাইজ এর পক্ষ থেকে বিভিন্ন উপহার দেওয়া হবে।
  • বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হবে।
  • Youth Camp Maldives এর Camp সার্টিফিকেট দেওয়া হবে।
  • সেলিব্রেশন পার্টির সকল খরচ বহন করা হবে।
  • সিটি ট্যুরের সকল খরচ বহন করা হবে।

এই ছিল Fully Funded ক্যাটাগরিতে বিদ্যমান সকল সুযোগ সুবিধা। এই ক্যাটাগরির সকল খরচ Edu Tourism বহন করবে।

আরও পড়ুন: PSPS Scholarship All Details And Application Process 2023

Partially Funded ক্যাটাগরিতে যে সকল সুযোগ-সুবিধা রয়েছে

Partially Funded ক্যাটাগরিতে শুধুমাত্র Airfare এর খরচ ছাড়া, বাকি সকল সুযোগ সুবিধাই আপনাকে দেওয়া হবে যেগুলো Fully Funded ক্যাটাগরিতে বিদ্যমান রয়েছে। অর্থাৎ Partially Funded ক্যাটাগরিতে Airfare এর খরচ ছাড়া বাকি সকল খরচ Edu Tourism বহন করবে শুধুমাত্র Airfare এর খরচ আপনাকে বহন করতে হবে।

Youth Camp Maldives এর অসুবিধা

এই Camp টিতে যেমন অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তেমনি তার পাশাপাশি বেশ কিছু অসুবিধা ও রয়েছে। সকল অসুবিধা গুলো আপনার সামনে তুলে ধরা হলো যাতে করে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

  • Apply করতে হলে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 16.75 pound জমা দিতে হবে যা বাংলাদেশি টাকায় ২৩০০ টাকার মতো।
  • অ্যাপ্লিকেশন ফি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • যারা Fully Funded ক্যাটাগরি পাবে না, তাদেরকে Airfare এর খরচ বহন করতে হবে।
  • Apply করার জন্য পাসপোর্ট থাকতে হবে।
  • Apply করার জন্য নির্ধারিত সময় খুবই সীমিত।

Youth Camp Maldives এর সকল অসুবিধা গুলো জানার পর আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। যে এই ক্যাম্পে আপনার যাওয়া উচিত নাকি উচিত নয়।

আবেদন যোগ্যতা

অন্য সকল ক্যাম্পের মত এই ক্যাম্পে আবেদন করার জন্য কঠিন কোন যোগ্যতার ক্যাটাগরি রাখা হয়নি। যে কোন দেশের যে কোন মানুষ সে হতে পারে স্টুডেন্ট অথবা শিক্ষক এমনকি চাকুরীজীবী যারা আছে তারাও আবেদন করতে পারবে। এমনকি এই ক্যাম্পে আবেদন করার জন্য কোন ধরনের language proficiency certificate এর প্রয়োজন নেই। অর্থাৎ আবেদন করার জন্য IELTS /TOEFL/Duolingo English Test/TOEIC ইত্যাদির প্রয়োজন নেই।

আরও পড়ুন: BNMC Nursing Admission Details | নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩

Events Schedule

Schedule Time Events
Day 1
  • সকাল থেকে বিকাল
  • সকালের নাস্তা, নির্ধারিত হোটেলে পৌঁছানো, মার্চেন্ডাইজ ডিস্ট্রিবিউশন এবং থাকার রুম বুঝিয়ে দেওয়া, দুপুরের খাবারের জন্য বিরতি।
  • বিকেল থেকে সন্ধ্যা
  • সবার মধ্যে পরিচয় পর্ব, জাতিসংঘের এসডিজির গুরুত্বের উপর বক্তৃতা, মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা, দল গঠন , গ্রুপ ফটোসেশন, রাতের খাবার খাওয়া।
Day 2
  • সকাল থেকে বিকাল
  • সকালের নাস্তা, জলবায়ুর পরিবর্তন বোঝা, এর বৈশ্বিক প্রভাব, এটি মোকাবেলায় তরুণদের ভূমিকা, জলবায়ু কর্ম প্রকল্প এবং সমাধানের উপর গ্রুপ ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরের খাবারের জন্য বিরতি।
  • বিকেল থেকে সন্ধ্যা
  • পাবলিক পলিসির পরিচিতি, এসডিজি অর্জনে এর তাৎপর্য ও নীতি নির্ধারণ, নীতি প্রস্তাবের উপর গ্রুপ ভিত্তিক আলোচনা, নেতৃত্বে দক্ষতা এবং গুণাবলী তৈরি করা, সার্টিফিকেশন অনুষ্ঠান, গ্রুপ ফটো সেশন, রাতের খাবার খাওয়া।
Day 3
  • সকাল থেকে বিকাল
  • সকালের নাস্তা, ওয়াটার স্পোর্টস এক্টিভিটিস, সুইমিং পুল, Sand Bank এ গ্রুপ টুর, ফটোগ্রাফি, দুপুরের খাবারের জন্য বিরতি।
  • বিকেল থেকে সন্ধ্যা
  • বিদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা, ডিনার পার্টি।
Day 4
  • সকাল বেলা
  • সকালের খাবার খাওয়া, Youth Camp Maldives 2023 এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা, বিদায়ী শুভেচ্ছা প্রদান করা।

এ গুলো ছিল চারদিনের ক্যাম্পের মূল এক্টিভিটিস গুলোর সময়সূচী। এছাড়াও সিটি টুর সহ আরো অসংখ্য অ্যাক্টিভিটিস থাকবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

Youth Camp Maldives এর আবেদন প্রক্রিয়া যেহেতু অনলাইনে গ্রহণ করা হবে তাই এখানে বেসিক কিছু ইনফর্মেশন ও ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে। যা আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। আবেদন করার জন্য মোট তিনটি ডকুমেন্টস এর প্রয়োজন হবে।

  1. পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
  2. পাসপোর্ট এর ছবি।
  3. চারটি মোটিভেশনাল লেটার লিখতে হবে। প্রতিটি লেটার ২৫০ এর মধ্যে হতে হবে। (মূলত এই মোটিভেশনাল লেটার এর উপরই নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরি জন্য সিলেক্টেড হবেন।)

আরও পড়ুন: Required Documents for College Admission XI Class 2023-2024

Youth Camp Maldives এর আবেদন প্রক্রিয়া

আবেদন করার জন্য প্রথমে Edu Tourism Org এর ওয়েবসাইটে যেতে হবে তারপর Events অপশনে ক্লিক করে Youth Camp Maldives এর পেজটিতে যেতে হবে। তারপর Apply Now অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে চাওয়া যাবতীয় তথ্য প্রদান করে Next অপশনে ক্লিক করতে হবে। তপন নতুন একটি পেজ ওপেন হবে সেখানে যাওয়া নির্ধারিত বিষয়গুলোর উপর চার থেকে পাঁচটি মোটিভেশনাল লেটার লিখতে হবে। তারপর Next অপশন এ ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে, উক্ত পেজটিতে Youth Camp Maldives এর সকল terms and condition দেওয়া থাকবে। প্রথমে ভালো করে terms and condition গুলো পড়ে নিতে হবে। তারপর আপনি যদি এগুলোর সাথে সম্মতি পোষণ করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন।

আবেদন করার সময়সীমা

Camp এর জন্য অনলাইনে আবেদন করার শেষ সময় 16 October পর্যন্ত। এবং আবেদনের রেজাল্ট প্রকাশ করা হবে 30 October ও ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আগামী 17 November থেকে 20 November.

Student at GOVT. ADAMJEE NAGAR M. W. COLLEGE, Narayanganj. Currently residing in Dhaka. With a passion for the written word, I has been a voracious reader since childhood, exploring diverse genres and styles of writing. This love for literature eventually.

Leave a Comment