HSC Exam Result 2023 with Marksheet – অনলাইনে রেজাল্ট দেখুন

এইচএসসি 2023 ব্যাচ আপনারা আপনাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে অনেক টেনশনে আছেন। (FB) সহ অনলাইনের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের সম্ভাব্য তারিখের বিষয় জানতে পেরেছেন যা আপনাদের চিন্তাকে আরো বাড়িয়ে তুলেছে।

HSC-পরীক্ষার-ফলাফল-মার্কশিটসহ

কেউ দাবি করছে ১৮ ই নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে, কেউ বা দাবি করছে ৩০ শে নভেম্বর। আবার কোনো কোনো মাধ্যমে দাবি করা হচ্ছে সম্ভাব্য ফলাফল প্রকাশের তারিখ হলো ২৫ শে নভেম্বর। তাহলে এইচএসসি 2023 এর ফলাফল প্রকাশের সঠিক তারিখ কোনটি ?

এইচএসসি পরীক্ষা ২০২৩ সময়সূচী

পরীক্ষার নাম : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)
পরীক্ষা শুরু : ১৭ আগস্ট ২০২৩
পরীক্ষা শেষ : ২৫ সেপ্টেম্বর ২০২৩
ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৩
ফলাফল প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক www.educationboardresults.gov.bd
ফলাফল প্রকাশের বিকল্প ওয়েবসাইট লিংক https://eboardresults.com/v2/home

এইচএসসি পরীক্ষা 2023 পরিবর্তিত সময়সূচী

পরীক্ষা শুরু : ২৭ আগস্ট ২০২৩
পরীক্ষা শেষ : ৫ অক্টোবর ২০২৩
ব্যবহারিক পরীক্ষা ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৩
ফলাফল প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক www.educationboardresults.gov.bd
ফলাফল প্রকাশের বিকল্প ওয়েবসাইট লিংক https://eboardresults.com/v2/home

প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনটি বোর্ডের প্রকাশিত পরীক্ষার সময়সূচী পেছানো হয়েছে যথা চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা বোর্ড, ও কারিগরি বোর্ড।

আরও পড়ুন: BNMC Nursing Admission Details | নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩

এইচএসসি 2023 এর রেজাল্ট প্রকাশিত হবে কবে ?

অনেকে অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকে ইতিমধ্যে জানতে পেরেছেন যে আপনাদের রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের ভিতরে দেওয়ার কথা বলেছেন শিক্ষা মন্ত্রী।

শিক্ষা বোর্ডের প্রকাশিত পরীক্ষার রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা শেষ হবে ২৫/০৯/২০২৩ তারিখ। কিন্তু পরীক্ষার আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয় কেননা তিনটি বোর্ডের প্রকাশিত পরীক্ষার সময়সূচী পেছানো হয়েছে যথা চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা বোর্ড, ও কারিগরি বোর্ড। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী এই তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে ৫ অক্টোবর ২০২৩ তারিখ। এক্ষেত্রে যে জটিলতাটি সৃষ্টি হয়েছে তা হলো ৬০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের যে লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে তা কবে থেকে শুরু হবে ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ নাকি ৫ অক্টোবর ২০২৩।

তবে শিক্ষামন্ত্রী তার সর্বশেষ বিবৃতিতে বলেছেন যে ৬০ দিনে ফলাফল প্রকাশের যে লক্ষ্যমাত্রা সেটি স্বাভাবিক সময়সূচী অনুযায়ী শুরু হবে অর্থাৎ ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে। সেই অনুযায়ী ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় ২৪ শে নভেম্বর থেকে ২৫ শে নভেম্বর।

আবার যদি গুগল এ ”Hsc result 2023 published date” লিখে সার্চ দেন তাহলে গুগল শো করছে যে এইচএসসি ২০২৩ এর রেজাল্ট প্রকাশিত হবে ১৮ ই নভেম্বর ২০২৩। এখন এই দুইটি বিষয় নিয়ে আপনারা বেশ চিন্তিত যে কোনটা সঠিক ?
এক্ষেত্রে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ শে নভেম্বর ধরে নেওয়া যেতে পারে। কেননা ৬০ দিনে ফলাফল প্রকাশের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার শেষ তারিখ টি হল ২৫ শে নভেম্বর। তবে ২৫ শে নভেম্বরে যে ফলাফল প্রকাশ করা হবে এমনটি সঠিক নয়। আবার কেউ কেউ বলছে ৩০ শে নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে সেটি ও সম্পূর্ণ ভুল তথ্য। কেননা শিক্ষা মন্ত্রণালয় ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে চাচ্ছে। সেই অনুযায়ী ২৫ শে নভেম্বর থেকে এর আগের যেকোনো তারিখে ফলাফল প্রকাশ সম্ভব। তবে ফলাফল প্রকাশের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে যেমন প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে সেই ক্ষেত্রে যদি কোন কারনে প্রধানমন্ত্রী দেশে অবস্থান না করেন রেজাল্ট প্রকাশের নির্ধারিত সময় পিছিয়ে যাবে।

এইচএসসি 2023 এর ফলাফল প্রকাশের সঠিক তারিখ কোনটি ?

শিক্ষা মন্ত্রণালয় এর পক্ষ থেকে প্রকাশিত ফলাফল প্রকাশের সম্ভাব্য শেষ সময় ২৫ শে নভেম্বর। তবে নির্দিষ্ট কোন তারিখের কথা তারা উল্লেখ করেনি মূলত ফলাফল প্রকাশের ৮ থেকে ১০ দিন আগে নির্দিষ্ট তারিখটি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হবে।

HSC result check online – অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে রেজাল্ট প্রকাশের জন্য বাংলাদেশ শিক্ষা বোর্ডের ২ টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। বাংলাদেশ শিক্ষা বোর্ডের উক্ত ২ টি ওয়েবসাইট থেকে প্রতিবছর জাতীয় পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হয়। উক্ত ওয়েবসাইট ২ টির মাধ্যমে এইচএসসি ২০২৩ এর ফলাফল ও দেখা যাবে।

বাংলাদেশ শিক্ষা বোর্ডের ২ টি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক :

  1. www.educationboardresults.gov.bd
  2. https://eboardresults.com/v2/home

educationboardresults.gov.bd থেকে যেভাবে HSC পরীক্ষা 2023 এর রেজাল্ট দেখবেন

রেজাল্ট দেখার জন্য বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ ভিজিট করুন। তারপর নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন :

  • Examination : এখানে HSC/Alim নির্বাচন করুন।
  • Year : এখানে 2023 নির্বাচন করুন।
  • Board : এখানে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
  • Roll : এখানে আপনার এইচএসসি রোল টাইপ করুন।
  • Reg : No : এখানে আপনার এইচএসসি রেজিষ্ট্রেশন নাম্বার টাইপ করুন।
  • 7+4 = এখানে ক্যাপচা সমাধান করুন। যেমন : ৭ + ৪ = ১১

সর্বশেষ, আপনি আপনার প্রবেশ করা সমস্ত তথ্য পর্যালোচনা করুন এবং “SUBMIT” বোতাম এ ক্লিক করুন। এরপর আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার সামনে প্রদর্শিত হবে।

আরও পড়ুন: Required Documents for College Admission XI Class 2023-2024

eboardresults.com থেকে যেভাবে এইচএসসি পরীক্ষা 2023 এর ফলাফল দেখবেন

রেজাল্ট দেখার জন্য বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ২য় ওয়েবসাইট https://eboardresults.com/v2/home এ ভিজিট করুন। তারপর নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন :

HSC result with marksheet
  • Examination : এখানে HSC/Alim/Equivalent নির্বাচন করুন।
  • Year : এখানে 2023 নির্বাচন করুন।
  • Board : এখানে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
  • Result Type : এখানে Individual Result নির্বাচন করুন।
  • Roll : এখানে আপনার এইচএসসি রোল টাইপ করুন।
  • Reg : No : এখানে আপনার এইচএসসি রেজিষ্ট্রেশন নাম্বার টাইপ করুন।
  • Security Key (4 digits) : এখানে ক্যাপচা সমাধান করুন।

সর্বশেষ, আপনি আপনার প্রবেশ করা সমস্ত তথ্য পর্যালোচনা করুন এবং “Get Result” বোতাম এ ক্লিক করুন। এরপর আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার সামনে প্রদর্শিত হবে।

HSC পরীক্ষার ফলাফল মার্কশিটসহ – HSC result with marksheet

HSC পরীক্ষার ফলাফল মার্কশিটসহ জানার জন্য আপনাকে অনলাইনে রেজাল্ট দেখতে হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ডের দুইটি ওয়েবসাইট রয়েছে অনলাইনে রেজাল্ট জানার জন্য। উক্ত ওয়েবসাইট দুটির মাধ্যমে প্রতিটি সাবজেক্টে পাওয়া গ্রেড সহ সম্পূর্ণ রেজাল্ট দেখা যায়। যার ফলে খুব সহজেই HSC পরীক্ষার ফলাফল মার্কশিটসহ, প্রতিটি সাবজেক্টে পাওয়া গ্রেট সহ টোটাল জিপিএ দেখতে পারবেন।

SMS এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম :

এইচএসসি পরীক্ষার রেজাল্ট SMS এর মাধ্যমে দেখার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC/Alim /TEC লিখে স্পেস দিবেন, তারপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিবেন, তারপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2023) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। পরবর্তী ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

শিক্ষা বোর্ড SMS নির্দেশনা
ঢাকা বোর্ড HSC (স্পেস) DHA (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
কুমিল্লা বোর্ড HSC (স্পেস) COM (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
চট্টগ্রাম বোর্ড HSC (স্পেস) CHA (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
বরিশাল বোর্ড HSC (স্পেস) BAR (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
দিনাজপুর বোর্ড HSC (স্পেস) DIN (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
রাজশাহী বোর্ড HSC (স্পেস) RAJ (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
যশোর বোর্ড HSC (স্পেস) JES (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
সিলেট বোর্ড HSC (স্পেস) SYL (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ড Alim (স্পেস) MAD (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
কারিগরি বোর্ড HSC (স্পেস) TEC (স্পেস) Roll Number (স্পেস) 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

Student at GOVT. ADAMJEE NAGAR M. W. COLLEGE, Narayanganj. Currently residing in Dhaka. With a passion for the written word, I has been a voracious reader since childhood, exploring diverse genres and styles of writing. This love for literature eventually.

Leave a Comment